মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩৭:৫৬

বগুড়ার কাগইলে প্রীতি প্রমিলা ম্যাচের শুভ উদ্বোধন

বগুড়ার কাগইলে প্রীতি প্রমিলা ম্যাচের শুভ উদ্বোধন

এস.আই সাকিল মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: শুক্রবার বিকালে বগুড়ায় গাবতলী উপজেলা কাগইল করুনাকান্ত উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে কাগইল ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের প্রীতি প্রমিলা ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উক্ত টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন বগুড়া -২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, গাবতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ন আলম চান্দু, ডেপুটি কমান্ডার মাহবুবুর রহমান, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহম্মেদ, বগুড়া এয়ার ট্রাভেলস্ এর নির্বাহী পরিচালক শফিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম বাদশা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা দল ২-০ গোলে ঢাকা মোহামেডান দলকে পরাজিত করে।
২ মে, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে