সোমবার, ২৬ আগস্ট, ২০১৯, ১১:২৭:৫৬

বিরল রোগে আক্রান্ত মুনিরা চিকিৎসা করাতে পারছেন না

বিরল রোগে আক্রান্ত মুনিরা চিকিৎসা করাতে পারছেন না

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের মেয়ে তাসফিয়া জাহান মুনিরা বিরল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা করাতে পারছেন না । সে নাচোল উপজেলার গোডাউন পাড়ার বাসিন্দা মামুনের মেয়ে। জন্ম থেকেই তার সারা শরীর লম্বা পশমে আবৃত। সম্প্রতি গোটা শরীরজুড়ে বিস্তার ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চকিৎসা প্রয়োজন ।

তাসফিয়ার মা তানজিলা খাতুন জানান, শরীরের পিঠের ছোট্ট একটি টিউমার থেকে এটির উৎপত্তি। বর্তমানে সাড়ে তিন বছরের তাসফিয়ার সমস্ত শরীর পশুর মত লোমে ভরে গেছে। এমনকি মুখের ওপর এবং হাতের তালুতে কালসিটে দাগও ছড়িয়ে পড়েছে।

গরমের দিনে মুনিরার শরীর থেকে আগুনের মত তাপ বের হয়। ফলে দিনে ২ থেকে ৩ বার গোসল করাতে হয় তাকে। আর ভিজে কাপড় পরিয়ে দিন রাত ফ্যানের নীচে রাখতে হয় এবং বিদ্যুৎ না থাকলে হাত পাখার বাতাস করতে হয়। স্বল্প আয়ের বাবা মামুনের নেই চিকিৎসা করেনোর সামর্থ্য । ছোট্ট মেয়েটার পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।-আমাদেরসময়.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে