চট্টগ্রাম থেকে : রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে চট্টগ্রাম বিভাগের ৩০ উপজেলাকে বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব উপজেলার জন্য কক্সবাজার ও রাঙামাটির ৮টি করে এবং বান্দরবান ও চট্টগ্রামের ৭টি করে উপজেলা রয়েছে।
শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বিশেষ কমিটির সভায় নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলাল উদ্দীন এ তথ্য জানান।
ইসি সচিব হেলাল উদ্দিন বলেন, রোহিঙ্গা ভোটার হওয়া ঠেকাতে উদ্যোগ নিয়েছে ইসি। তাই ৩০ উপজেলাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশেষ এলাকার মধ্যে কক্সবাজারের সব উপজেলা, রাঙামাটির ১০ উপজেলার মধ্যে ৮টি, বান্দরবানের সাত উপজেলার সবকটি, চট্টগ্রামের ১৬ উপজেলার ৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেক উপজেলায় রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে কমিটি গঠন করা হয়েছে। কমিটির যাচাই-বাছাই ছাড়া ৩০টি উপজেলায় কেউ ভোটার হতে পারবেন না।
সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, রোহিঙ্গা ভোটার হওয়াটা মহামারি আকার ধারণ করেছে। ভোটার হয়ে তারা জাতীয় পরিচয়পত্র পাচ্ছে এবং সরকারি সব সুযোগ সুবিধার দাবিদার হচ্ছে। রোহিঙ্গাদের তৃতীয় ও চতুর্থ প্রজন্ম বাংলাদেশে জনপ্রতিনিধি পর্যন্ত হয়ে গেছে।
চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহার সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মো. তানভীর প্রমুখ বক্তব্য রাখেন।
এমটিনিউজ/এসএস