সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৩:১৯:৪৯

অন্যের কবর খুঁড়তে গিয়ে নিজেই মা’রা গেলেন সেই কবরে

অন্যের কবর খুঁড়তে গিয়ে নিজেই মা’রা গেলেন সেই কবরে

নিউজ ডেস্ক : কবর খুঁড়ার সিদ্ধহাত ছিল চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার সারোয়াতলী চৌধুরী বাড়ীর আবদুর রসিদ চৌধুরীরের। তাই কোথাও মানুষ মা’রা গেলে ডাক পড়তো তার। খুশী মনে ছুটে যেতেন কাছে কিংবা দূরের কোথাও।

মনের মত করে কবর খুঁড়ে সবাইকে তা'ক লাগিয়ে দিতেন । এ পর্যন্ত খুঁড়েছেন শতাধিক কবর। ১৬ ফেব্রুয়ারি বাড়ীর পাশে ডাঃ হারুনের বাড়ীতে জনৈক নুর-নাহার নামের এক মহিলার মৃ’ত্যুর খবর শুনে নিজের চায়ের দোকান বন্ধ করে ছুটে গিয়েছিলেন কবরস্থানে।

প্রায় ৭০ বছর বয়সে জোয়ানের মত হাতে তুলে নিলেন কোদাল। কোদাল চালানোর এক পর্যায়ে হঠাৎ কবরের ভেতর নিজেই ঢলে পড়লেন। বিধাতার কি অমোঘ নিয়ম! অন্যের খবর খুঁড়তে গিয়ে নিজেই অন্যের হাতে খোঁড়া কবরে শা’য়িত তিনি।

নি’হত আবদুর রসিদ চৌধুরী চট্টগ্রামবোয়ালখালীর পশ্চিম সারোয়াতলীর মৃ’ত ইউসুপ আহমদ চৌধুরীর পুত্র। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ের জনক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে