বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০২৪, ১১:৩৮:২২

জয়বাংলা কনসার্টের পাশে আগুন, পুরো এলাকায় আতঙ্ক

জয়বাংলা কনসার্টের পাশে আগুন, পুরো এলাকায় আতঙ্ক

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম নগরী‌র কাজীর দেউড়ির আলমাস সি‌নেমা হল এলাকায় অগ্নিকাণ্ড ঘ‌টে‌ছে। বৃহস্পতিবার (৭ মার্চ) রা‌তে জমিয়তুল ফালাহ মস‌জিদ সংলগ্ন ম্যাক্স কনস্ট্রাকশ‌নের সাই‌টে এ ঘটনা ঘ‌টে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাক্সের বাউন্ডারি দেওয়ালের ভেত‌রে আগুনের খুবই তীব্রতা দেখা যা‌চ্ছে।

ঘটনাস্থলের একটু দূরে এম এ আজিজ স্টেডিয়ামে চলছে জয়বাংলা কনসার্ট। অগ্নিকাণ্ডের ধোঁয়া দেখা যাচ্ছে স্টেডিয়াম থেকেই। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সা‌র্ভিস সূ‌ত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে