বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ০৪:৩৭:২৩

আবারও সড়ক দুর্ঘটনা

আবারও সড়ক দুর্ঘটনা

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামে বোয়ালখালীতে ট্রাক উল্টে আজিজুর রহমান (৩৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর ৬টার দিকে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া-শ্রীপুর বুড়া মসজিদ সড়কের আকুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ইশ্বরখান দক্ষিণ সমুরা গ্রামের শফি সওদাগরের মেজ ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সাবেক এমইউপি সদস্য মাসুদ রানা বলেন, বৃহস্পতিবার ভোরে আজিজ তার মিনি ট্রাকটি নিয়ে পটিয়ার বাড়ি থেকে বোয়ালখালীর শ্রীপুর বুড়া মসজিদ সড়কদিয়ে বালি আনতে যাওয়ার সময় রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পানিতে সড়কটি পিচ্চিল হওয়ায় তার ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় জমিতে উল্টে পড়ে ট্রাকটি। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহনের চালকেরা তাকে উদ্ধার করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে