মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ১২:৪৮:১৮

পালিয়ে আসা মহিষের তাণ্ডবে প্রাণ গেল বৃদ্ধের, অতপর...

পালিয়ে আসা মহিষের তাণ্ডবে প্রাণ গেল বৃদ্ধের, অতপর...

এমটিনিউজ২৪ ডেস্ক : ঈদুল আজহার রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে মহিষের তাণ্ডবে প্রাণ গেছে এক বৃদ্ধের, আহত হয়েছেন আরও একজন। সোমবার (১৭ জুন) রাত ৮টার দিকে সমিতির হাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তপুর গ্রামে আজিম মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত ওই বৃদ্ধের নাম মো. মীর আহমেদ। তিনি মৃত হামিদ আলীর ছেলে। আহত ব্যক্তির নাম জানা যায়নি।

সমিতির হাট ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম বলেন, মহিষটি হঠাৎ আজিম মুন্সির বাড়ির জরাজীর্ণ ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে যায়। এসময় ঘরে থাকা বৃদ্ধ মীর আহমেদকে আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি জানান, কোরবানির মহিষটি রাউজান বা হাটহাজারী থেকে পালিয়ে এসেছে বলে শুনেছি৷ আমরা এটির মালিককে পাইনি। বিভিন্ন এলাকা ঘুরে আজিম মুন্সির বাড়িতে এসে এ ঘটনা ঘটায়। এরপর একটি হিন্দু বাড়িতে ঢুকে পড়ে। লোকজন মহিষটি ধরে জবাই করে দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে