সোমবার, ০৮ জুলাই, ২০২৪, ১০:১৭:৫১

এতিমখানায় দেওয়া হলো জব্দ ১০ লাখ টাকার মাছ

এতিমখানায় দেওয়া হলো জব্দ ১০ লাখ টাকার মাছ

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৫ হাজার কেজি মাছ জব্দ করেছে নৌ পুলিশ। এসময় আটজনকে গ্রেফতার করা হয়। 

রোববার (৭ই জুলাই) উপজেলার তৈলারদ্বীপ ব্রিজ এলাকা থেকে এসব মাছ জব্দ করে গহিরা বারআউলিয়া নৌ পুলিশ। জব্দকৃত মাছের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। পরে এসব মাছ উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

নিষেধাজ্ঞার সময়ে মাছ পরিবহন ও বিক্রির দায়ে তিনটি ট্রাকসহ গ্রেফতারকৃতরা হলেন, কায়সার মিয়া (৫৫), রেজাউল (২৯), আব্দুল করিম (৩৪), জাবের হোসেন (৩৯), রেজাউল করিম(৪২), বেলাল হোসেন(২৫), মো. আজিম (২৮) ও আবদুল শুক্কুর(২৮)।

তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন বারআউলিয়া নৌ পুলিশের ইনচার্জ এসআই টিটু দত্ত ও এএসআই ফারুক হোসেন।

বারআউলিয়া নৌ পুলিশের ইনচার্জ টিটু দত্ত গণমাধ্যমকে জানান, মাছের প্রজনন মৌসুমে ২০শে মে থেকে ২৩শে জুলাই পর্যন্ত ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় যেকোনো প্রজাতির মাছ শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্য করে মাছ শিকার করে বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরের নেওয়ার পথে অভিযান চালিয়ে ৫ টন মাছ জব্দ করা হয় এবং ৮ জেলেকে গ্রেফতার করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে