এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. ফিরোজ খাঁন (৩৫) বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি একই ইউনিয়নের উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ তার বোনের বাড়িতে থাকত। সেখানে শুক্রবার বিকেলে তাকে একদল যুবক তাকে ধাওয়া দেয়। পরে রাত ১টার দিকে সিএনজি অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করে দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় তার বোনের বাড়ির সামনে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ৫টি মামলা রয়েছে।