চট্টগ্রাম : তার পেটে যেন সোনার খনি! পেটের ভেতর থেকে একে একে বেরিয়ে আসে আট আটটি স্বর্ণের বার। আরব আমিরাত ফেরত এক যাত্রীর পেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য ৪০ টাকা বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তার পেট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
দুবাইয়ের একটি ফ্লাইটে করে আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে আসেন পারভেজ হোসেন (২৮)। তিনি হাটহাজারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার রিজভি আহমেদ বলেন, শনিবার সকাল ১০টা ২০ মিনিটের ফ্লাইটে বিমানবন্দরে নামেন পারভেজ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান, তার পেটে ৮টি সোনার বার রয়েছে। পরে পায়ুপথ দিয়ে স্বর্ণের বারগুলো বের করে দেয় সে।
উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানান তিনি। এ ঘটনায় পারভেজের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
২৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম