রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৯:৩৪

ঝটিকা মিছিল করতে গিয়ে ধরা খেলেন নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মী

ঝটিকা মিছিল করতে গিয়ে ধরা খেলেন নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মী

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিল করে। পরে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরাও আছেন। সিএমপির ডবলমুরিং থানা পুলিশ এ অভিযান চালায়।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, শুক্রবার জুমার পর হালিশহর ও ডবলমুরিং থানার সীমান্তে কয়েক সেকেন্ডের ঝটিকা মিছিল করে পালিয়ে যায় নিষিদ্ধ ছাত্রলীগ। এরপর শুক্রবার রাত ও শনিবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছি।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমরানুল হক রোমান, মো. আনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান রিয়াজ, আবু তৈয়ব রাসেল, শওকত আলী রনি, আব্দুল্লাহ হোসেন রাব্বি, সাজ্জাদ, সাব্বির হোসন শাওন, হাছান মুরাদ চৌধুরী রিমন, মো. সাইদুল ইসলাম, হাজী মো. নুরুল হুদা।

ওসি আরও জানান, আসামিদের মধ্যে শ্রমিক লীগের নেতাকর্মীও রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে