চট্টগ্রাম : মালিকের কাছে চাঁদা না পেয়ে কর্নেল বাগানে আগর গাছের সাথে সন্ত্রাসী করেছে সন্ত্রাসীরা। মানিকছড়ির ঐতিহ্যবাহী কর্নেল বাগানের দুই শতাধিক আগর গাছ কেটে ফেলেছে উপজাতীয় আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসীরা।
এ ঘটনা ঘটিয়েছে ইউপিডিএফ বলে বাগান কর্তৃপক্ষ সন্দেহ করছে। ঘটনার পর থেকেই সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে আশপাশে টহল জোরদার করেছে।
স্থানীয় একটি আঞ্চলিক সংগঠন ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় শনিবার রাত ১০টার দিকে মানিকছড়ি-ডলু রাস্তার দু'পাশে ব্যারিকেড দিয়ে বাগানের মূল্যবান প্রায় দুই শতাধিক আগর গাছ কেটে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
এদিকে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি, লক্ষীছড়ি, রামগড় এলাকার বিশাল অঞ্চল গভীর অরণ্যঘেরা থাকায় উপজাতী সন্ত্রাসীরা সাধারণ মানুষ থেকে শুরু করে বাগান মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে।
যারা চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তাদের বাগানের মূল্যবান গাছ কেটে ফেলে সন্ত্রাসীরা। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে এ ঘটনা ঘটায় তারা। বাগান কর্তনের ঘটনা জানাজানি হলে উপজেলার বিভিন্ন বাগান মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই।
২৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম