এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামে ভূমিকম্পের ঝাঁকুনিতে সাততলা একটি ভবন পাশেরটির দিকে হেলে পড়েছে। ওই ভবনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের মালিকানাধীন।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে শক্তিশালী ভূমিকম্পের পর ভবনটি হেলে পড়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ জানান, স্থানীয়রা জানিয়েছেন সাততলা ভবনটি পাশের আরেকটি ভবনের দিকে হেলে পড়েছে। খবর পেয়ে সেখানে যান তারা। স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন ভবনটি আগে থেকে হেলানো ছিল। আবার কেউ বলেছেন ভূমিকম্পে হেলে পড়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। ভবনটি আগেই হেলানো ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। সাততলা ভবনটিতে ১০টি পরিবার বসবাস করে। নিচতলায় ডায়াবেটিস পরীক্ষা নিরীক্ষার একটি কেয়ার সেন্টার রয়েছে। পরিবারগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
পাশের ভবনের মালিক আব্দুল্লাহ বিন আশরাফ বলেন, পাঁচ বছর আগে ভবনটি হেলে পড়েছিল। তখন সিডিএকে জানানো হয়েছিল। তারা পরিদর্শনের পর উপরের দুইতলা ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছিলেন। সেটি ভবন মালিক মানেননি। এখন ভূমিকম্পে এটি আরও বেশি হেলে পড়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত। মালিক নিজেরা না ভাঙলে, সিটি কর্পোরেশনকে ভেঙ্গে ফেলার জন্য তালিকা দেওয়া হবে।
জানতে চাইলে ভবন মালিক ও সাবেক মেয়র মনজুর আলম বলেন, হেলে পড়ার কথা শুনে ভবনটি দেখা হয়েছে। প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।