ঢাকা: সীমান্ত হত্যা , মাদক, চোরা চালান বন্ধ ও নানা ইস্যুতে বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে ৬দিন ব্যাপী বিজিবি ও বিএসএফ মহা পরিচালক পর্যায়ের বৈঠকের মাঝে গত শনিবার চুয়াডাঙ্গা সীমান্তে এক কিশোরকে হত্যার গঠনায় বিএসএফ এর ৭ সদস্যকে সাময়িক বহিষ্কারের করা হয়েছে। এই শাস্তির ব্যাপারে দ্বিমত পোষন করে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের আহবান জানিয়েছেন বিভিন্ন সোশাল মিডিয়া ও সংবাদ মাধ্যম ।
এনিয়ে গতকাল সীমান্তে বাংলাদেশী নিধন বনাম ভারত বাংলাদেশ সর্ম্পকে প্রভাব শিরোনামে সাংবাদিক মোঃ ইফতেখার ভাইয়ের কড়া সমালোচনায় সীমান্ত হত্যা বন্ধে কার্যকরি পদক্ষেপ এর আহবান জানিয়ে সাংবাদ প্রকাশিত হয় বিভিন্ন পত্রিকা ও সাময়িকিতে।
উল্লেখ্য গত শনিবার চুয়াডাঙ্গা সীমান্তে এক কিশোরকে গুলি করে হত্যা করে বিএসএফ ।
১৬মে,২০১৬এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস