নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরা গ্রামের খ্রিস্টানপল্লীতে নূপুর সরকার (১২) নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত কিশোরী খেজুরা গ্রামের খ্রিস্টান ধর্মাবলম্বী বিমল সরকারের মেয়ে।
এলাকাবাসীর অভিযোগ, পারিবারিক কলহের কারণে নূপুরের ভাই সাইমুন সরকার তাকে পিটিয়ে হত্যা করেছে বলে গ্রামে গুঞ্জন রয়েছে। ঘটনার পর থেকে নিহত স্কুলছাত্রীর ভাই সাইমুন সরকার পলাতক রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, রহস্যজনক মৃত্যুর কবর পেয়ে শুক্রবার দিবাগত রাত ১০টায় নিহতের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর মৃত্যু রহস্য উন্মোচন করা যাবে।
১৩ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস