এমটিনিউজ২৪ ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদীপুর গ্রামে আরও ৯১ জন বিএনপি নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে হাউলি ইউনিয়ন জামায়াত ও উপজেলা যুব বিভাগের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
স্থানীয় বিএনপি নেতা নজির আহমেদ ও নূর ইসলামের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়। জানা গেছে, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেকের সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তারা জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন। তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নিয়ে বলেন, “যারা আজ জামায়াতে যোগ দিলেন, তারা সত্য কথা বলবেন, হালাল উপার্জন করবেন এবং সৎ পথে চলবেন—এই অঙ্গীকারই আমাদের শক্তি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউলি ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, উপজেলা আমির নায়েব আলী ও যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেক।
উল্লেখ্য, সম্প্রতি চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের ধারাবাহিক দলত্যাগের অংশ হিসেবে এ যোগদান অনুষ্ঠিত হলো। এর আগে গত ১৮ অক্টোবর সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বিএনপি নেতা বেল্টুর নেতৃত্বে ১০৫ জন ও তারও আগে প্রায় চার শতাধিক বিএনপি কর্মী একযোগে জামায়াতে ইসলামীতে যোগ দেন।