বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:১৫:৪১

ভারতে গিয়ে লাশ হলেন চুয়াডাঙ্গার গৃহবধূ

ভারতে গিয়ে লাশ হলেন চুয়াডাঙ্গার গৃহবধূ

চুয়াডাঙ্গা থেকে : ভালো চাকরির প্রলোভন দিয়ে ৩ বছর আগে ভারতের ব্যাঙ্গালুরুতে পাচার করা হয় চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার বাঁকা গ্রামের গৃহবধূ রাসেলা বেগমকে (৪০)। সেখানে তিনি ৩ বছর কাজ করে কয়েক লাখ রুপি ও সোনার অলংকার জমিয়ে ছিলেন।

মজুদকৃত অর্থ ও স্বর্ণালংকার নিয়ে চলে আসতে চেয়েছিলেন বাড়িতে; কিন্তু তার বাড়ি আসা আর হল না। পাচারকারী চক্র তার গচ্ছিত টাকা ও সোনার অলংকার লুটে নিয়ে তার ওপর চালায় অমানুষিক নির্যাতন। এ নির্যাতনে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়।

পাচারকারী চক্র নিহত গৃহবধুর বড় ছেলে রাজনের মোবাইলে লাশের ছবি পাঠিয়ে মরদেহ পেতে হলে ২ লাখ টাকা দাবি করেছে। এ ঘটনায় নিহত গৃহবধূ রাসেলার শোকাহত সন্তান ও তার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।

এতে নিহত রাসেলার শোকার্ত সন্তানরা দিশেহারা হয়ে পড়েছেন। তারা সরকারের কাছে তার মায়ের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে তদন্ত করে দায়ি পাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন।
১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে