নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত আরো আট জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
আজ রোববার সকাল সাতটা দিকে উপজেলার জয়রামপুর বটতলায় ট্রাকের সঙ্গে স্থানীয় যানবাহন আলমসাধুর সংঘর্ষে হতাহত হওয়ার এই ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ খান বিবিসি বাংলাকে বলেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। হতাহত হওয়া ব্যক্তিরা আলসসাধুর আরোহী ছিলেন। তাঁরা সবাই শ্রমিক। একটি মোটরসাইকেল কে সাইড দিতে যেয়ে উল্টো দিক থেকে বালি ভর্তি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা হয়।
২৬ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস