জীবননগর (চুয়াডাঙ্গা) থেকে : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শারীরিক নির্যাতন এবং পরে মুখে বিষ দিয়ে নিজের ছেলেকে হত্যা করলেন বাবা। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলার জীবননগরের বেনীপুর গ্রামে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, রোববার দুপুরে উপজেলার বেনীপুর গ্রামের ক্যাম্প পাড়ার পিতা নজরুল ইসলামের (৫০) সঙ্গে ছেলে শরিফুল ইসলামের (২৮) বাড়ির জমি ভাগাভাগি করাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে নজরুল ইসলাম দেশীয় অস্ত্র দিয়ে রোজাদার ছেলে শরিফুল ইসলামকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে মুখে বিষ ঢেলে দেন। এতে শরিফুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে গ্রাম চিকিৎসকের কাছে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস