শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭, ১১:০৫:৫৪

চুয়াডাঙ্গায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

চুয়াডাঙ্গায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার দর্শনা হোল্ডস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে দর্শনা রেলস্টেশন জিআরপি ইনচার্জ জাফর হোসেন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের (৬০০৪) সঙ্গে মধুখালী সাঠর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের (৬৪১১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রেনের চালকসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের  রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জিআরপি ইনচার্জ আরো বলেন, এ ঘটনার পরই রাজবাড়ীতে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে।  

তিনি জানান,তারা ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শেষ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান জিআরপি ইনচার্জ জাফর।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে