মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮, ০১:১৮:২৫

স্কুলছাত্রীকে রাস্তার মধ্যে জাপটে ধরে প্রেম নিবেদন, অতঃপর…

স্কুলছাত্রীকে রাস্তার মধ্যে জাপটে ধরে প্রেম নিবেদন, অতঃপর…

চুয়াডাঙ্গা থেকে : পথের মাঝে এক স্কুলছাত্রীকে জড়িয়ে ধরে প্রেম নিবেদনের চেষ্টা করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে এক বখাটে। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরের কাজিপাড়ায়।

এলাকাবাসী ওই বখাটেকে ধরে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করলে ওই ছাত্রীকে আর সে উত্ত্যক্ত করবে না বলে মুচলেকা দিয়ে তাকে মুক্ত করে পরিবার।

স্থানীয়রা জানায়, উপজেলার মনোহরপুর গ্রামের এক কিশোরী জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। তাকে প্রেম নিবেদনের চেষ্টা করে পুরতান তেঁতুলিয়া গ্রামের মনির হোসেনের ছেলে কারখানা শ্রমিক সোহাগ (১৮)।

সোমবার সকালে ওই ছাত্রী কাজিপাড়ার একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে সোহাগ তাকে জাপটে ধরে প্রেম নিবেদন করে। এ সময় ভয়ে চিৎকার শুরু করলে স্কুলছাত্রীকে সোহাগ মারপিট করতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী ছুটে এসে বখাটেকে ধরে গণধোলাই দিয়ে বেঁধে রাখে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে