‘এবার বিএনপির সঙ্গে সেমিফাইনাল’
চুয়াডাঙ্গা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পৌরসভা নির্বাচনে এবার বিএনপির সঙ্গে সেমিফাইনাল খেলা। এ নির্বাচনে জিতে ২০১৯ সালে জাতীয় নির্বাচনে ফাইনাল খেলায় হোয়াইটওয়াশ করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।
বুধবার বিকেলে স্থানীয় টাউন ফুটবল মাঠে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব প্রত্যাক্যান করে বেগম খালেদা জিয়া তিন মাস দেশের মানুষকে পুড়িয়ে মেরেছেন।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনের উদ্ধোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলি আজগর টগর।
পরে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সভাপতি ও আজাদুল ইসলাম আজাদকে পুনরায় সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
২০০৪ সালের ১৬ এপ্রিল আওয়ামী লীগের কাউন্সিল হয়েছিল। সোলায়মান হক জোয়ার্দ্দারকে সভাপতি ও আজাদুল ইসলাম আজাদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছিল।
২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�