মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯, ০৪:৪২:১০

তিন বন্ধুর কীর্তি, তেল-বিদ্যুৎ ছাড়াই চলবে অটোবাইক!

 তিন বন্ধুর কীর্তি, তেল-বিদ্যুৎ ছাড়াই চলবে অটোবাইক!

চুয়াডাঙ্গা : তিন বন্ধুর কীর্তি, তেল-বিদ্যুৎ ছাড়াই চলবে অটোবাইক! চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশেষ প্রযুক্তির অটোবাইক তৈরি করে চমক সৃষ্টি করেছে তিন বন্ধু। তেল বা বৈদ্যুতিক চার্জ ছাড়াই চলবে এ অটোবাইকটি। অনেকেই অটোবাইকটি দেখার জন্য ভিড় করছেন আলমডাঙ্গা ব্র্যাক অফিসে।

দীর্ঘ ২ বছর গবেষণার পর অটো চার্জ ডিভাইস নামে একটি প্রযুক্তি তৈরি করেছেন আছির উদ্দীন, বোরহার উদ্দীন ও ডা. মঞ্জুর হোসাইন।

আছিরউদ্দীন জানান, এই ডিভাইসটি নতুন আবিস্কার। ডিভাইসটি বাসাবাড়ি ও কৃষি কাজে ব্যবহার করতে পারবে। এমন ভাবে ডিভাইসটি তৈরি করা হয়েছে অটোবাইকটি চললেই গাড়িতে রাখা ব্যাটারি অটোমেটিক চার্জ হতে থাকবে। এই বিশেষ প্রযুক্তি যে কোনো অটো বাইকে ব্যবহার করলে অটোবাইকের ব্যাটারি সহজে নষ্ট হবে না। প্রায় প্রতিটি অটোবাইকে মাসে প্রায় ৩-৪ হাজার টাকা বিদ্যুৎ চার্জ আসে। যা এই ডিভাইসটি ব্যবহার করলে মাসে এক টাকাও বিদ্যুৎ ব্যয় হবে না।

তিনি আরো জানান, অটোবাইক যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে সকলে এই প্রযুক্তি ব্যবহার করলে একজন অটো চালক অর্থনৈতিক ভাবে সাবলম্বি হবে। তেমনি বিদ্যুতের অতিরিক্ত অপচয় হ্রাস পাবে। প্রযুক্তিটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে এনজিও সংস্থা ব্র্যাক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শাখ।

নতুন প্রযুক্তিতে অটোবাইকটি তৈরি করতে খরচ হয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে