জামাল হোসেন খোকন চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সনাতনপুর গ্রামে সোমবার সকালে মানসিক ভারসাম্যহীন এক মা স্নেহা (২) নামের নিজের শিশু কন্যাকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেছে। ঘাতক মা শামীমাকে আলমডাঙ্গা থানা পুলিশ আটক করে থানা হেফাজতে রেখেছেন।
এলাকাবাসী সূত্র জানায়, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সনাতনপুর গ্রামের গ্রাম্য ডাক্তার মামুন- অর রশিদের মানসিক ভারসাম্যহীন স্ত্রী শামীমা খাতুন(৩৫) তাদের ৩ সন্তানের মধ্যে ছোট সন্তান স্নেহা(২) কে সবার অজান্তে সোমবার ভোরে ঘুম থেকে ডেকে তুলে বসতবাড়ির দোতলায় সিঁড়িঘরের পাশে রান্নাঘরে নিয়ে গিয়ে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে।
নিহত স্নেহার পিতা পল্লী চিকিৎসক মামুন জানান, আমার স্ত্রী শামীমা একজন মানসিক ভারসাম্যহীন রোগী এর আগেও সে এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল।
আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুন্সী আসাদ হত্যার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক শামীমাকে পুলিশ গ্রেফতার করেছেন। আটক শামীমার সাথে কথা বলে তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছেনা ।সম্পাদনা: সুতীর্থ বড়াল/আমাদেরসময়