নিউজ ডেস্ক : চারটি কুকুর শাবক হ'ত্যার ঘটনায় আলমডাঙ্গা থানায় অ'ভিযোগ দায়ের করা হয়েছে। পিপলস ফর এনিমেল নামক সংগঠনের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলা প্রাণী সম্পদ অফিসার থানায় লিখিত অ'ভিযোগ দায়ের করেন। অ'ভিযু'ক্ত থানাপাড়ার ধনাঢ্য রূপক মিয়ার গাড়ির হেলপার সামিউল।
জানা গেছে, আলমডাঙ্গা থানার উত্তর পাশের সিমানা প্রাচীরের কাছে পড়েছিল মৃ'ত ৪টি কুকুরের বাচ্চা।
আলমডাঙ্গা থানাপাড়ার একাধিক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত ২২ জানুয়ারি দুপুরে প্রকাশ্যে মায়ের বুক থেকে কুকুরের বাচ্চাগুলিকে ধ'রে নিয়ে নির্ম'মভাবে পি'টিয়ে হ'ত্যা করে ফে'লে রাখা হয়েছে।
তারা বলেন, যখন কুকুর শাবকগুলিকে নৃশং'সভাবে পি'টিয়ে হ'ত্যা করা হচ্ছিল, সে সময় বাচ্চাগুলির শো'কাহ'ত মা কিছুটা দূরে অস'হায় দাঁড়িয়ে এ হৃদয় বিদা'রক দৃশ্য দেখে অনবরত চোখের পানি ঝ'রাচ্ছিল।
এ পৈশাচিক দৃ'শ্যে প্রত্যক্ষদর্শীদের হৃদয় র'ক্তা'ক্ত হলেও মানবিক বোধোদয় ঘটেনি নিরীহ কুকুর ছানা হ'ত্যাকা'রীর। প্রত্যক্ষদর্শীদের নিষে'ধ শোনেননি তিনি। এ ঘটনার পর বিক্ষু'ব্ধ এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোচ্চার হয়ে উঠে।
দাবি উঠেছে প্রাণী অধিকার আইনে -২০১৯ আওতায় শাস্তির। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ-হেল কাফি ও আলমডাঙ্গা থানার ওসি তদন্ত গাজী শামীমুর রহমান ও এস আই হেলেনা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনার সত্যতা পান।
এ সম্পর্কে রূপক মিয়া জানান, ঘটনার সাথে তিনি জড়িত নন, এমনকি তিনি জানেনও না। তার কোন হেলপার জড়িত থাকলেও বিষয়টি সম্পর্কে কেউ তাকে কিছু অবহিত করেননি। গাড়ির হেলপার সামিউল এমন ঘটনা ঘটালে তার বিরুদ্ধে আমি নিজে ব্যবস্থা নেব।
মঙ্গলবার পিপলস ফর এনিমেল নামক সংগঠনের আলমডাঙ্গা প্রতিনিধি সাদ্দাম হোসেন এ ঘটনায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন প্রাণী অধিকার আইন ২০১৯ জানুয়ারি ব্যবস্থা গ্রহণের। এরই প্রেক্ষিতে রাতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফি এ ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইনের ৭ ধারার ২ উপধারায় থানায় প্রসিকিউশন দায়ের করেন।
আলমডাঙ্গা থানার ওসি তদন্ত গাজী শামীমুর রহমান বলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা থানায় অভিযুক্ত সামিউলের বিরুদ্ধে প্রসিকিউসন দাখিল করেছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রসিকিউসনটি আদালতে প্রেরণ করা হবে। এটি একটি দুঃখজনক ঘটনা।