চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের ১৪ বছর বয়সী এক বালক করোনা আক্রা'ন্ত। তাদের ছোট একটি ভূট্টাক্ষেত রয়েছে। ক্ষেতের ভূট্টা ক্ষেত থেকে কেটে মাড়াই করে ঘরে তোলার সময় চলে যাচ্ছে। কারোনা আক্রা'ন্ত হওয়ায় কোনো শ্রমিক এসে তাদের ভূট্টা ক্ষেত থেকে কেটে দেয়নি।
এ খবর জানতে পারেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। পুলিশ সুপারের নির্দেশে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ এর দিক নির্দেশনায় জেলা পুলিশের একটি টিম আজ বুধবার করোনারোগীর ক্ষেত থেকে ভূট্টা কেটে মাড়াই করে বাড়িতে ভূট্টা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়। পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।
ক্ষেত থেকে ভূট্টা কাটার কাজে অংশ নেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান। তিনি জানান, করোনা আক্রা'ন্ত ছেলেটির বয়স মাত্র ১৪ বছর। সে মানিকগঞ্জ জেলার একটি ইটভাটাই শ্রমিক হিসেবে কাজ করত। সেখান থেকে ফেরার পর ধ'রা পড়ে সে করোনাভাইরাসে আক্রা'ন্ত। এর পর থেকে তাকে সার্বিক সহযোগিতা করেছে পুলিশ। সে শ্রমিক পাচ্ছিল না বলে পুলিশ তার ক্ষেতের ভূট্টা কেটে মাড়াই করে তার ঘরে তুলে দিয়েছে। করোনাকালে মানুষের যে কোনো বিপদে পুলিশ পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম।