চুয়াডাঙ্গা থেকে : কন্যাসন্তান হলেই উপহারসামগ্রী দেয়ার ঘোষণা দিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। ফোন করলেই সঙ্গে সঙ্গে পুলিশ বাড়িতে পৌঁছে দেবে উপহার। জেলা পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে চুয়াডাঙ্গার সব মহলের মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশের ফেসবুক পেজে পুলিশের দেয়া পোস্ট ভাইরাল হয়ে পড়েছে।
কন্যাসন্তানের প্রতি বিশেষ যত্নবান হওয়ার জন্যই এ স্ট্যাটাসের উদ্দেশ্য। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেসবুক পেজে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা পুলিশ একটি স্ট্যাটাস দেয়। সেখানে লেখা হয়েছে, ''কন্যাসন্তান বোঝা নয়, আশীর্বাদ। কন্যাসন্তান আল্লাহর শ্রেষ্ঠ পুরস্কার। কন্যাসন্তান মা-বাবার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়ায় আগমন করে। কন্যাসন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে।''
পুলিশকে কন্যাসন্তান জন্মানোর খবর জানানোর জন্য পুলিশ কন্ট্রোল রুমের একটি মোবাইলফোন নম্বরও (০১৩২০-১৪৯০৯৮) দেয়া হয়েছে। ফেসবুকে দেয়া জেলা পুলিশের এ পোস্টটি এক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ''কন্যাসন্তান হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে নবজাতকের পোশাকসহ উপহারসামগ্রী পাঠানো হবে।''