বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ০১:০৬:৫৭

দফায় দফায় সংঘর্ষ

দফায় দফায় সংঘর্ষ

এমটি নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী হামলা-পাল্টাহামলায় চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নে আহত হয়েছেন ৬ জন। গতকাল বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত একাধিক দফায় চলে এ সংঘর্ষের ঘটনা। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো পক্ষ কোনো মামলা দায়ের করেনি বলে জানান দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফল কবির।  

ওসি জানান, গত ৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শুকুর আলী জয়লাভ করেন। বুধবার রাতে শুকুর আলী ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান টিপুর লোকজনের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হন। এলাকার লোকজন কয়েকজন হামলাকারীকে মারধর করেন।  আহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৫০), তার স্ত্রী মমতাজ বেগম (৪২), ভাই আওলাদ হোসেন (৫৫), শিমুল হোসেন (১৮), হোসেন আলী (৫০) ও শামীম হোসেন (৩০)।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে