এমটিনিউজ২৪ ডেস্ক : সামনে ক্রিকেট বিশ্বকাপ। এ বিশ্বকাপকে ঘিরে চুয়াডাঙ্গায় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। ক্রিকেট উৎসবকে আরও রাঙিয়ে তুলতে টিভি কিনছেন ক্রেতারা। শহরের শোরুমগুলোতে টিভি কিনতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তরুণদের আগ্রহ এন্ড্রয়েড স্মার্ট প্রযুক্তির টিভিগুলোতে। নতুন ও আধুনিক প্রযুক্তিতে তৈরি এ টিভিগুলোতে রয়েছে ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট, এইচডিএমআই, ওয়াইপিবিআর, এভি, ইন্টারনেট ব্রাউজিং ও ডাউনলোড, ওয়াইফাই, ব্রডব্যান্ড কানেকশন, ইন্টারনেটে গেমস, ভিডিও এবং ছবি দেখাসহ আরও অনেক সুবিধা। আর এ টিভিগুলো আন্তর্জাতিক মানের একই সঙ্গে মূল্যও সাশ্রয়ী।
গ্রাহকরা ১৯ ইঞ্চি থেকে ৫৫ ইঞ্চি অবধি উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন টিভি ১১ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকার মূল্য দিয়ে কিনছেন। তবে ১৭ থেকে ২৮ হাজার টাকা মূল্যের টিভি বেশি বিক্রি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ক্রেতারা ভিশন, ওয়ালটন, মাইওয়ান, সনি, র্যাংগস, প্যানাসনিক, বেস্ট ইলেকট্রনিক্সসহ বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে ভিড় করছেন। এছাড়া বিভিন্ন টিভির দোকানেও যাচ্ছেন ক্রেতারা। তবে ক্রেতাদের বেশি ভিড় দেখা গেছে দেশীয় ব্র্যান্ডের শোরুমগুলোতে।
বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে নগদ ও ইন্সটলমেন্ট সুবিধায় টিভি বিক্রি করছে কোম্পানিগুলো। বিশেষ করে কিস্তি সুবিধার জন্য মধ্যবিত্তদের আশাও পূরণ হচ্ছে সহজে। আর যারা সচ্ছল তারা নগদ টাকায় টিভি কিনে বাড়ি ফিরছেন। বিক্রি বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গা শহরের ওয়াল্টনের শোরুমে দেখা গেলো, ক্রেতাদের লাইনে দাঁড় করিয়ে স্পেসিফিকেশন, দাম ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দিচ্ছেন বিক্রয়কর্মীরা।
শহরের মহিলা কলেজপাড়ার এক গৃহবধূ বলেন, টিভি দেখতে এসেছি। সামনে বিশ্বকাপ খেলা। স্মার্ট টিভি নেবো। অনেক ক্লিয়ার তাই। হাসিবুল নামের এক দিনমজুর একটি শোরুমে এসেছেন টিভি কিনতে। বাড়ি কোথায় না জানিয়ে বলেন, বাসায় টিভির খুব প্রয়োজন। সামনে বিশ্বকাপ খেলা আসছে এ জন্য টিভি দ্রুত কিনছি। আমার পরিবারের জন্য ভালো ও স্মার্ট টিভিই লাগবে।
চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি থেকে ওয়ালটন শোরুমে টিভি কিনতে আসা চম্পা নামের এক নারী বলেন, আমার ছেলে বিশ্বকাপ খেলা দেখবে তাই কান্নাকাটি করছে। এ জন্য টিভি কিনতে এসেছি।
দামুড়হুদা ভিশনের শোরুমে ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ৩২ ইঞ্চির একটি এলইডি টিভি কিনতে এসেছেন মেহেদী হাসান। এলইডি টিভি কেনার জন্য প্রথমে বিদেশি ব্র্যান্ডের শোরুমগুলোতে যাই। কিন্তু দেখলাম সেগুলোর দাম ক্রয় ক্ষমতার বাইরে। আর দেশীয় ব্র্যান্ডের এলইডি টিভির দাম সাধ্যের মধ্যে। আর বিক্রেতাদের কাছ থেকে জানতে পারলাম মানের দিক থেকেও টিভি অনেক ভালো। তাই একটি ৩২ ইঞ্চির এলইডি টিভি কেনার প্রস্তুতি নিচ্ছি।
কথা হয় চুয়াডাঙ্গার বাদুড়তলার যমুনার শোরুমে টিভি কিনতে আসা কলেজছাত্র সাবিক আল হাসানের সঙ্গে। তিনি জানান, ক্রিকেট খেলা তার অনেক পছন্দের। কম্পিউটার থাকলেও টিভিতে খেলা দেখার মজা আলাদা। একটি ভালো মানের স্মার্ট টিভি কিনতে বিভিন্ন শোরুমে ঘুরছেন তিনি। সব শোরুমেই ভিড় লেগে রয়েছে। ওয়াল্টন ও যমুনা ব্র্যান্ডের দুটি টিভি পছন্দ হয়েছে। যে কোনো একটি কিনবো।
খাইরুজ্জামান সেতু নামের এক ব্যবসায়ীকে দেখা গেল বেস্ট ইলেকট্রনিকসের শোরুমের সামনে। জিজ্ঞাসা করতেই তিনি বলেন, চুয়াডাঙ্গায় টিভি বেচাকেনা বেশ জমজমাট। বেশ কয়েকটি শোরুম আমি ঘুরে দেখেছি। কারণ আমার নিজেরও একটি টিভি কেনার ইচ্ছা আছে। তাই বিভিন্ন শোরুমে ঘুরে দেখলাম কী অবস্থা। কয়েকটি শোরুমে লাইন ধরেই টিভি নিতে দেখছি।
এ বিষয়ে চুয়াডাঙ্গার ওয়ালটন শোরুমের ব্রাঞ্চ ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, সব শ্রেণির ক্রেতাকে টার্গেট করেই আমরা পণ্য বাজারজাত করে থাকি। বর্তমানে ক্রিকেট বাংলাদেশসহ এ অঞ্চলের মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। তাই স্বাভাবিক কারণে ক্রিকেটের বড় কোনো আসরকে সামনে রেখে টিভি কেনার চাহিদা বেড়ে যায়। গত মাসে আমার শোরুমে ৮০টি টিভি বিক্রি হয়েছে। এ মাসের প্রথম ১৫ দিনে বিক্রি হয়েছে ৫৫ পিস। দিন যত যাচ্ছে বিক্রি ততো বাড়ছে।
তিনি জানান, বিদেশি ব্র্যান্ডের তুলনায় দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের এলইডি টেলিভিশনের বিক্রিই বেশি হচ্ছে। অনেক সময় অনেক কাস্টমার এক সঙ্গে আসছেন। সেক্ষেত্রে তাদের এক সঙ্গে লাইনের মতো দাঁড় করিয়ে স্পেসিফিকেশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা জানানো হচ্ছে। লাইন ধরিয়ে টিভি বিক্রি করছি বিষয়টা ঠিক ওরকমও না। তবে মাঝে মধ্যে হিমশিম খেতে হচ্ছে।
ওয়াল্টনের সিনিয়র সেলস এক্সিকিউটিভ কাওসার আহম্মেদ বলেন, টিভি বিক্রি বেশ ভালো। আমাদের হিমশিম খেতে হচ্ছে। কারণ এক সঙ্গে অনেক কাস্টমার আসছেন শোরুমে।
সিঙ্গার শোরুমের ব্রাঞ্চ ম্যানেজার হামিদুর রহমান জানান, এ বছর ব্যাপকহারে বিক্রি হচ্ছে এলইডি টিভি। আগে সাধারণত উচ্চ আয়ের লোকেরা এলইডি কিনতো। কিন্তু বর্তমানে সব শ্রেণির ক্রেতারাই কিনছেন।
বেস্ট ইলেকট্রনিকসের সেলস এক্সিকিউটিভ শামীম রেজা বলেন, স্মার্ট টেলিভিশন মোটামুটি বিক্রি ভালো। বিশ্বকাপ ক্রিকেট শুরুর দু’ একদিন আগ থেকে আশা করছি বিক্রি আরও বাড়বে।
চুয়াডাঙ্গা শহরের মার্সেল শোরুমের ব্রাঞ্চ ম্যানেজার সাব্বির হাসান বলেন, ইলেকট্রনিক্স পণ্যে বিক্রয়োত্তর সেবা একটি বড় বিষয়। আমরা বিক্রয়োত্তর সেবা দিচ্ছি। টিভি বিক্রি বেশ ভালো।
মাইওয়ান-মিনিস্টার শোরুমের আলমডাঙ্গা ব্রাঞ্চের সহকারী ম্যানেজার বিক্রম সাদিক মিলন বলেন, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে টিভি বিক্রি অন্য সময়ের তুলনায় ভালো। সামনের মাসে আরও বাড়বে আশা করছি।
দামুড়হুদার ভিশন শোরুমের ম্যানেজার নাহিদ হাসান বলেন, আমাদের শোরুমে টিভি বিক্রি বেশ ভালো। বিস্তারিত তথ্য আমি দিতে পারবো না। আমার সিনিয়র অফিসার দেবাশীষ বিস্তারিত জানাতে পারবেন।