চুয়াডাঙ্গা : জমির ফসল ভাগবাটোয়ারা নিয়ে বাবাকে কুপিয়ে খুন করলেন একমাত্র ছেলে। চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাবাকে খুন করে পালিয়ে যান ছেলে জাহিদুল (২৮)।
সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার কানাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমির ফসল ভাগবাটোয়ারা নিয়ে কানাইডাঙ্গা গ্রামের নজরুল মল্লিকের (৫০) সঙ্গে একমাত্র ছেলে জাহিদুলের বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার দুপুরে নজরুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান তিনি।
এ সময় নজরুল মল্লিকের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম