শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ভুলু (২৪) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিন ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার (১২ মার্চ) বিকেলে শহরের টাউন ফুটবল মাঠ সংলগ্ন আবাসিক হোটেল ‘শয়ন বিলাসে’ অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় দু’টি রাম-দা, ৩৪টি জিআই পাইপ, ফেনসিডিল, মদ, ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। আটক ছাত্রলীগ কর্মীরা হলেন-শহরের হাটকালুগঞ্চের ওমর আলির ছেলে সোহেল রানা,একই এলাকার খলিলের ছেলে ইমরান ও সাতগাড়ীর আবু সাইদের ছেলে শাকিল ।
পুলিশ জানায়, ছাত্রলীগকর্মী ভুলু হত্যাকান্ডের পর অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ শহরের শয়ন বিলাস আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় ওই হোটেল থেকে ছাত্রলীগ কর্মী সোহেল রানা, শাকিল ও ইমরানকে আটক করা হয়। সেখান থেকে দু’টি রাম-দা, ৩৪টি জিআই পাইপ, ফেনসিডিল, মদ, ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, কারা, কি কারণে ভুলুকে হত্যা করেছে তা পুলিশের কাছে স্পষ্ট হয়েছে। বেশ কয়েকজন হত্যাকারীর নাম-পরিচয়ও জানা গেছে বলে জানান তিনি।
এর আগে, (শনিবার) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোড এলাকায় ভুলুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় আকাশ (২২) নামে আরও এক যুবক আহত হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিবুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভুলুর মৃত্যু হয় এবং অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় আকাশকে ঢাকায় রেফার করা হয়েছে।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস