সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ০৫:৩৫:৫৯

দামুড়হুদায় ৩দিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দামুড়হুদায় ৩দিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় (আজ) সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান অতিথি আজিজুর রহমান।
    
কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মোঃ রফিকুজ্জামান।
    
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী, প্রগতিশীল কৃষক দীন মোহাম্মদ, দামুড়হুদা প্রেস ক্লাবের সাধারণ সাধারণ নূরুন্নবী ও দামুড়হুদা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম।
৩দিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলায় ১০টি স্টলের মাধ্যমে আধুনিক কৃষি ব্যবস্থা প্রদর্শন করা হবে।
১৩ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে