শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ১১:২৭:১৬

চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার ৪ উপজেলায় দিনের প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ শে মার্চের কর্মসূচী শুরু হয়। সূর্যদ্বয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৭ টায় জেলার একমাত্র শহীদ স্মৃতিস্তম্ভ জেলার দামুড়হুদা উপজেলার নাটুদহ আট কবরে উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আ.লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের শ্রদ্ধাজানিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে সেখানে সংক্ষিপ্ত এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা আ.লীগের সথাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দিন প্রমুখ।
    
এরপর সকাল ৯ টায় দামুড়হুদা উপজেলা ষ্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ ও কুজকাওয়াজ পরিদর্শণ করেন, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন।
    
কুজকাওয়াজে অংশনেন বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বয়েজ স্কাউট, গার্লস্ গাইডসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান।
সর্বশেষ প্রধান অতিথি, বিশেষ অতিথি শান্তির দূত কবিতর উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন।
২৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে