কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা থেকে : চুয়াডাঙ্গার দর্শনা-জীবননগর মহাসড়কে উথলী আমতলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় ১ম শ্রেণীর ছাত্রী লাবনী খাতুন (৭) নিহত হয়েছে। নিহত লাবনী জীবননগর উপজেলার উথলী গ্রামের আব্দুল হামিদের মেয়ে এবং উথলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী। রোববার বিকাল রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা দর্শনাগামী কেরু এ্যন্ড কোম্পানীর ট্রাক উথলী আমতলা নামক স্থানে পৌছায়। এসময় লাবনী খাতুন রাস্তা পার হতে গেলে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, আমি ঘটনাটি শুনেছি।
১৮ মে, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/প্রতিনিধি