রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ০৭:২৬:৫৮

প্রায় কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি

 প্রায় কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্রান তল্লাশী করে ৮৯ লাখ ৪ হাজার ৮০০ টাকা মূল্যে ভারতীয় থান কাপড় আটক করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। রবিবার সকাল সাড়ে ৯টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি পরিচালক মোহাম্মদ আমির মজিদ।
    
চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ৬ বিজিবির আওতাধীন মাগুরা জেলার ভায়নার মোড়ে শনিবার সন্ধায় অভিযান চালিয়ে যশোর থেকে ছেড়ে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্রান তল্লাশী করা হয়। এ সময় চোরাই পথে আনা ১১ হাজার ১৩১ মিটার উন্নতমানের ভারতীয় থান কাপড় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত এই থান কাপড়ের আনুমানিক বাজার মূল্য ৮৯ লাখ ৪ হাজার ৮শ’ টাকা।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে