শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর দোয়ার পাড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম সরোয়ার শামীমের আনারস প্রতীকের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম মন্টুর লোকজন। এ সময় ২ জন নারীসহ ৬ জনকে পিটিয়ে আহত করেছে তারা। সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বকুল (২৭), শরিফুল ইসলাম (২৩), রসুল (২৫), আনিসুর রহমান (৪০), নিলুফা খাতুন (৫০) ও পুষিরন নেছা (৩২)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আমিনুল ইসলামের সমর্থক ও কর্মী জাহিদুল ইসলাম, ওসমান ও হাসানসহ দোয়ার পাড়ার পুকুর পাড়ে অবস্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামীমের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ অফিস ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ সময় অফিসে থাকা একই এলাকার মাহাতাবের ছেলে বকুল, পুটের ছেলে শরিফুল, বারেকের ছেলে রসুল ও মসের ছেলে আনিসুর রহমানকে পিটিয়ে আহত করার সময় শরিফুলের মা নিলুফা খাতুন ও আনিসুরের স্ত্রী পুষিরন নেছা এগিয়ে এসে বাধা দিলে তাদেরকেউ পিটিয়ে আহত করে।
খবর পেয়ে রাত ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সহকারী পুলিশ সুপার সুফি উল্লাহ ও আলমডাঙ্গা থানার ওসি আতিয়ার রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা জেলায় কোন কারচুপির নির্বাচন হবে না। নির্বাচন হবে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ।
আলমডাঙ্গা থানার ওসি আতিয়ার রহমান জানান, রাতেই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম সরোয়ার শামীম বাদী হয়ে জাহিদুল, ওসমান ও হাসানসহ ১০/১২ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস