চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় বিয়ের অনুষ্ঠানে কনের পিতাকে জরিমানা করা হয়েছে। বাল্যবিয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেয়। ওই কনের বাবার নাম মতিয়ার রহমান। ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জ্বামান তাকে এক হাজার টাকা জরিমানা করেন।
বৃহস্পতিবার সন্ধায় জেলার সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের মতিয়ার রহমানের মেয়ে লতা খাতুনের (১৩) সঙ্গে সম্প্রতি একই গ্রামের আনসার আলীর ছেলে মো. সেলিমের (২২) বিয়ে হয়। বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী অফিসার বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসান। আদালতে কনের পিতা মতিয়ার রহমান বাল্যবিয়ে নিরোধ আইন ১৯২৯'র ৫ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। দোষী মতিয়ার রহমান আদালতেই জরিমানার টাকা পরিশোধ করেন।
৩ জুন/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম