শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৮:৩৯

লাশ দাফনের ফাঁকে মৃতের বাড়িতে কোরবানীর মাংসসহ ভয়াবহ চুরি

লাশ দাফনের ফাঁকে মৃতের বাড়িতে কোরবানীর মাংসসহ ভয়াবহ চুরি

চুয়াডাঙ্গা: বাড়ির কর্তাব্যক্তি মারা গেছে বলে লাশ দাফনের জন্য বাড়ির লোকজন ঘর তালাবদ্ধ করে চলে যান। মৃত ব্যক্তিকে দাফনের জন্য সবাই যখন ব্যস্ত ঠিক তখন চোরেরা ওই ব্যক্তির বাড়িতে ভয়াবহ রকমের চুরি করেছে। চোরেরা ঘরের তালা ভেঙে লুটে নিয়েছে নগদ ১ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ ১০ লাখ টাকার মালামাল। শুধু তাই নয়, তাদের চুরি থেকে বাদ যায়নি ফ্রিজে রাখা কোরবানির পশুর গোশতও।

স্থানীয় সূত্র জানায়, চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদাহ বাসস্ট্যান্ড পাড়ার অবসরপ্রাপ্ত অধ্যাপক আতিয়ার রহমান নান্নু শনিবার ভোরে মারা যান। শহরের অদুরবর্তি কবিখালি গ্রামে বাদ জোহর তার লাশ দাফন করা হয়। এজন্য মৃতের ছোট ভাই মতিয়ারসহ তার পরিবারের সকল সদস্য তাদের দুই বাড়ি তালাবদ্ধ করে দাফন কাজে অংশ নিতে গ্রামের বাড়িতে যান।

এ সুযোগে চোরচক্র বাড়ির তালা ভেঙে নগদ ১ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ১১টি মোবাইল ফোন, ফ্রিজে রাখা কোরবানির গোশত, আসবাবপত্রসহ ১০ লাখ টাকা মূল্যমানের মালামাল নিয়ে সটকে পড়ে। বিকেলে বাড়িতে এসে পরিবারের দেখে বাড়ির সমস্ত মালামাল তছনছ করা।
 
দিনে দুপুরে আকস্মিক এ  চুরির ঘটনায় এলাকাবাসী হতবাক হয়ে পড়েছে। খবর পেয়ে শহর ফাঁড়ি পুলিশের টিএসআই আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেন।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে