চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ১২ কোটি টাকার কোবরা সাপের বিষ আটক করা হয়েছে। এসময়
এক পাচারকারীকে আটক করে বিজিবি।
ক্রেতা সেজে বিষের দরদামের সময় মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার পিটিআই মোড় সংলগ্ন নীলমণিগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।
জব্দকৃত বিষের মূল্য প্রায় ১২ কোটি টাকা বলে জানায় বিজিবি।
আটক সোহেল মিয়া পার্শ্ববর্তী বোয়ালমারী গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে। তিনি নীলমণিগঞ্জ বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী।
ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে তিনি সাপের বিষ পাচার করে আসছিলেন বলে সূত্র জানায়।
বিজিবি সূত্রে জানা গেছে, সোহেল মিয়ার দোকানে কোবরা সাপের বিষ রয়েছে, এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ক্রেতা সেজে বিষ কিনতে যায় বিজিবির সোর্স।
সুবেদার ইসমাইল হোসেন বলেন, এ সময় বিষভর্তি বুলেটপ্রুফ কাচের বয়াম বের করলে বিজিবির সদস্যরা সোহেলকে হাতেনাতে আটক করেন।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবির লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ বলেন, জব্দকৃত সাপের বিষের মূল্য ১২ কোটি টাকার বেশি। আটক সোহেলকে বিষসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম