কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রেজু খালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে হেলিকপ্টারের পাইলট ও ক্রুসহ চারজন আহত হয়েছেন।
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে দিয়ে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালে বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হেলিকপ্টারটি একটি প্রাইভেট কোম্পানির।-বাংলা ট্রিবিউন
১৬ সেপ্টেম্ববর, ২০১৬/এমটিনিউজ২৪/এআর