শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৫৮:৪৬

হেলিকপ্টার বিধ্বস্তে যারা হতাহত হয়েছেন

হেলিকপ্টার বিধ্বস্তে যারা হতাহত হয়েছেন

কক্সবাজার : কক্সবাজারের ইনানী রেজুখালের মোহনায় মেঘনা গ্রুপের মেঘনা এভিয়েশন নামের একটি প্রাইভেট হেলিকপ্টার বিধ্বস্তে যারা হতাহত হয়েছেন তাদের পরিচয় মিলেছে।  শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হয়েছেন একজন।  আহত হয়েছেন আরো ৪ জন।  

নিহতের নাম শাহ আলম (৪০)।  তিনি ঢাকার ঈগল বি এজেন্ট নামের একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন।  এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানিটির কক্সবাজার প্রতিনিধি সিকান্দর আবু জাফর হিরু।

আহতরা হলেন- হেলিকপ্টারের স্টাফ শরিফুল ইসলাম ও তার দুই ছেলে এবং পাইলট শফিকুল ইসলাম।

জানা গেছে, এদিন সকালে উখিয়ার ইনানীর সৈকত সংলগ্ন পাঁচ তারকা হোটেল সি পার্ল-এ ক্রিকেটার সাকিব আল হাসানকে নামিয়ে ঢাকায় ফিরছিল হেলিকপ্টারটি।  ফেরার সময় নিহত শাহ আলম হেলিকপ্টারের দরজা খুলে ভিডিও করেন।  

পাইলট তাকে নিষেধ করলেও শোনেননি তিনি।  পাইলটের কথা অমান্য করে দরজা খোলা রেখে ভিডিও করায় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে রেজুখাল সংলগ্ন সাগরের মোহনায় বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ সময় গুরুতর আহত শাহ আলমকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নোবেল কুমার বড়ুয়া জানান, লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, দুর্ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ  মোতায়েন আছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
১৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে