কক্সবাজার : পরকীয়ায় বাধা দেয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক যুগল শারমিনা আকতার ও কালা চাঁদ।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নে এ ঘটনা ঘটে।
শারমিনা আকতার (২৯) উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া গ্রামের নবাব মিয়ার মেয়ে ও সৌদিআরব প্রাবাসী অলি আহম্মদের স্ত্রী। কালা চাঁদ একই এলাকার বাচা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শারমিনার সঙ্গে একই এলাকার কালা চাঁদের পরকীয়ার সম্পর্ক চলছিল। এ ঘটনা এলাকায় জানাজানি হলে শারমিনার ভাই ও গ্রামের লোকজন দু’জনকেই নানাভাবে চাপ দেয়। বিভিন্ন সময় তাদের মারধরও করা হয়।
এ কারণে ভোর রাতে বাড়ির সিলিংয়ে গলায় ফাঁস দিয়ে একইসঙ্গে আত্মহত্যা করেন দুজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালারমার ছড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বোরহান উদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
২২সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম