বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬, ১০:৩৭:০৪

সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কাজ করবে মিয়ানমার

সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কাজ করবে মিয়ানমার

কক্সবাজার : স্পর্শকাতর সীমান্ত পরিস্থিতির মধ্যে কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠকে সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে রাজি হয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

বৈঠক শেষে সাংবাদিকেদের এ কথা জানান বিজিবি দক্ষিণ-পূর্ব অঞ্চলের (চট্টগ্রাম) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান।  বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় কক্সবাজারের লাবণী পয়েন্টে বিজিবি রেস্ট হাউজে এ বৈঠক শুরু হয়।

তিনি বলেন, বৈঠকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার পর সেনা বাহিনীর অভিযানের মুখে পালাতে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ চেষ্টার বিষয়টি তুলে ধরা হলে বিজিপি ব্যবস্থা নেওয়ার কথা জানায়।

এই বৈঠকে মিয়ানমারের পক্ষে ৩১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বর্ডার গার্ড পুলিশের মংডু কমান্ডিং অফিসের কমান্ডার পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল থুরা সান লুইন এবং বাংলাদেশে পক্ষে ২৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দক্ষিণ-পূর্ব অঞ্চলের (চট্টগ্রাম) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান।

মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার সান লুইন গত মাসে মিয়ানমারের মংডু অঞ্চলের দায়িত্ব নিয়েছেন। এরপর বিজিবির পক্ষ থেকে তাকে পরিচিতিমূলক একটি বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে জলসীমার শূন্যরেখা থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া ১২ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও আলোচনা হয় বলে জানান ফরিদ হাসান।

অপরদিকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা চৌকিতে হামলা ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে আসা দুই রোহিঙ্গাকে ফেরত দেয়ায় বিজিবির প্রশংসা করেন থুরা সান লুইন।

২৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে