শুক্রবার, ০২ জুন, ২০১৭, ১২:০৫:৫৬

ঘূর্ণিঝড় ‘মোরা’য় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ঘূর্ণিঝড়  ‘মোরা’য় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজার থেকে: ঘূর্ণিঝড় ‘মোরা’র ছোবলে বঙ্গোপসাগরে নিখোঁজ কক্সবাজারের মহেশখালীর জেলে মো. লোকমান মিয়ার মরদেহ সোনাদিয়ার চর থেকে উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে লোকমানের পরিবার। তিনি কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়ার রহমত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত ২৭ মে সকালে ২৯ জন মাঝি-মাল্লাসহ গভীর সাগরে মাছ শিকার করতে যায় মহেশখালী পৌরসভার দাসিমাঝিপাড়ার জামাল কোম্পানির মালিকানাধীন এফবি রেজা। মাছ ধরারত অবস্থায় মঙ্গলবার ‘মোরা’র ছোবলে পড়ে বোটটি।

বোটটি ক্ষত-বিক্ষত হয়ে জেলেরা সবাই পানিতে ভেসে যায়। তবে অন্য সব জেলে সাঁতরে ফিরে আসলেও নিখোঁজ ছিলেন লোকমান। তাকে নানাভাবে খোঁজ করা হয়, কিন্তু পাওয়া যায়নি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার মরদেহ ভেসে আসে সোনাদিয়ার চরে।

কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন বলেন, ‘নিহত লোকমানের পরিবারকে প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অনুদান দেয়া হয়েছে। আরও সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে