বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ১২:২৪:২১

শাহপরীর দ্বীপে রোহিঙ্গা ভর্তি নৌকা ডুবি, ২০ লাশ উদ্ধার

শাহপরীর দ্বীপে রোহিঙ্গা ভর্তি নৌকা ডুবি, ২০ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে রোহিঙ্গাভর্তি একটি নৌকা ডুবির ঘটনায় আরো ১৬ জনের লাশ উদ্ধার হয়েছে। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকত এলাকা থেকে বৃহস্পতিবার সকালে এ লাশগুলো উদ্ধার করেছেন স্থানীয়রা। এর আগে বুধবার সকালে শিশু ও নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় ২০ জনের লাশ উদ্ধার করা হলো।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিন জানান, মঙ্গলবার রাতের যেকোনো সময় নৌকাটি ঢেউয়ের তোড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে স্থানীয় লোকজন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে ১৬ জনের লাশ উদ্ধার করে।

বুধবার সকালে উদ্ধার করা হয়ে দুই নারী ও দুই শিশু কন্যার লাশ। ডুবে যাওয়া নৌকাটির অংশ বিশেষ সৈকতের বালুতে আটকে রয়েছে। লাশ পাওয়ার বিষয়টি স্থানীয় বিজিবি ও পুলিশকে অবহিত করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের উদ্ধার করা ২০ জনের লাশ যেকোনো সময় মিয়ানমারে ফেরত পাঠানো হবে।  
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে