বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৫০:৪৬

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন মির্জা আব্বাস

কক্সবাজার থেকে : কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের দেখতে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস।

তিনি বলেন, বিএনপি ঢাকায় বসে গর্জন করার যে অভিযোগ সরকার করছে তা সত্য নয়। বরং বিএনপি অনেক আগেই শরণার্থী শিবিরগুলোতে ত্রাণ কার্যক্রম শুরু করেছে। অথচ সরকার প্রধান অনেক পরে কক্সবাজার এসেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে আসা বিএনপির প্রতিনিধি দলের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মির্জা আব্বাস।

বিএনপির এই নেতা বলেন, সরকার চাইলে কূটনৈতিক তৎপরতায় অনেক আগেই রোহিঙ্গা পরিস্থিতি সামাল দিতে পারতো। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। অথচ বিএনপি রোহিঙ্গাদের উপর মিয়ানমার বাহিনীর নির্যাতন শুরু হওয়ার পর থেকেই এ ব্যাপারে সোচ্চার হয়েছে। তবে সরকারের বোধ হয়েছে অনেক পরে।

মির্জা আব্বাস বলেছেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকলে রোহিঙ্গা পরিস্থিতি অনেক আগেই কন্ট্রোল করা যেতো। শহীদ জিয়াউর রহমানের আমলেও রোহিঙ্গা পরিস্থিতি কন্ট্রোল করা গিয়েছিল কূটনৈতিক তৎপরতায়। এক চুক্তির মাধ্যমে দুই লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে দেয়া হয়েছিল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান, দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ডা. একেএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমূখ।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে