বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:১৯:৫৬

রোহিঙ্গাদের অবর্ণনীয় দুঃখ দুর্দশা : কান্নায় ভেঙে পড়লেন চরমোনাই পীর

 রোহিঙ্গাদের অবর্ণনীয় দুঃখ দুর্দশা : কান্নায় ভেঙে পড়লেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, মিয়ানমারের সামরিক জান্তা ও অং সান সু চির খুঁটির জোর কোথায় তা খুঁজে বের করতে হবে। সু চি রক্ত পিপাসু খুনি। তার বিচার করতে হবে। সু চি না থামলে আরাকান দখলের ঘোষণা দিয়ে আরাকানকে স্বাধীন করে রোহিঙ্গাদের ফেরত দিতে হবে। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের অনেক কিছু প্রয়োজন। তাই ত্রাণ নিয়ে যারাই আসবে তাদের সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণে সরকারের সহযোগিতা করা উচিত এবং যারা শরণার্থী হয়ে আমাদের কাছে আশ্রয় নিয়েছেন তাদের সব ধরনের নিরাপত্তা বিধান করাও আমাদের এবং সরকারের দায়িত্ব-কর্তব্য।

গতকাল রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। চরমোনাই পীর গতকাল সকালে ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছে জেলা প্রশাসকের সাথে এক মতিবিনিময়ে মিলিত হন এবং সরকারি ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদান করেন। সেখান থেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। রোহিঙ্গাদের অবর্ণনীয় দুঃখ দুর্দশার কথা শুনে চরমোনাই পীর কান্নায় ভেঙে পড়েন। এরপর তিনি বালুখালী দাখিল মাদরাসা ক্যাম্প পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন। সেখান থেকে লেদা ক্যাম্প পরিদর্শন করেন। তার সফরসঙ্গী ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ আব্দুর রহমান, মাওলানা আতাউর রহমান আরেফী, অ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, ছাত্রনেতা জি এম রুহুল আমীন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, আলহাজ জান্নাতুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিকেলে চরমোনাই পীর স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ইসলামী আন্দোলনের ত্রাণ টিমের স্বেচ্ছাসেবকসহ সবার সাথে মতবিনিময় করেন। তিনি সবাইকে রোহিঙ্গাদের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কাজ করে যাওয়ার তাগিদ প্রদান করেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে