বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:১১:০৫

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে উদ্যোগ নেওয়া হবে: তুরস্কের উপ-প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে উদ্যোগ নেওয়া হবে: তুরস্কের উপ-প্রধানমন্ত্রী

কক্সবাজার : তুরস্কের উপ-প্রধানমন্ত্রী নোমান কুত্তোলমাস বলেছেন, ‘মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা সব রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে উদ্যোগ নেবে তুরস্ক। একইসঙ্গে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে তুরস্ক সব সময় থাকবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় সঙ্গে ছিলেন ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি জানান, মিয়ানামার থেকে আগত  প্রায় এক লাখ রোহিঙ্গার আবাসনের জন্য ২০ থেকে ২৫ হাজার শেল্টার তৈরির আশ্বাস দিয়েছে তুরস্ক সরকার।

রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের উপ-প্রধানমন্ত্রী নোমান কুত্তোলমাস
এর আগে তুরস্কের উপ-প্রধানমন্ত্রী নোমান কুত্তোলমাস সকালে বিমানে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছান এবং গাড়িতে কুতুপালং রোহিঙ্গা শিবিরে আসেন। আজ  বিকালে ঢাকায় ফিরে সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে তার।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে