এম. আমান উল্লাহ, কক্সবাজার : কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ বঙ্গপোসাগর এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলার জব্দ করে ৮ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৪ নাগরিককে গ্রেফতার করেছে র্যাব। গত বুধবার ভোরে এ অভিযান চালানো হয়। জব্দ করা ইয়াবার বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা বলে দাবি করেছে র্যাব সদস্যরা।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হচ্ছে মিয়ানমারের মংডু আলীটানজু থানার হাশুরাতা গ্রামের আবুল বশরের পুত্র হাফিজুল্লাহ (২৪), নারিরবিল এলাকার মৃত হোসেনের ছেলে বদি আলম (৪৫), আকিয়াবের বুচিদং কিতারবিল এলাকার মৃত নজু মিয়ার পুত্র মো. জমিল (২৪), কক্সবাজারের টেকনাফের ধুমপারারবিল এলাকার মৃত সোবহান হাওলাদারের ছেলে মোহাম্মদ আলী (৪৫)।
বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন বলেন, মাদক সিন্ডিকেট ফিশিং ট্রলারের অন্তরালে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে কক্সবাজারের দিকে যাত্রা করেছে।
এমন খবর পেয়ে এএসপি সৈয়দ মোহসিনুল হকের নেতৃত্বে র্যাব-৭ এর একটি টিম শাহপরীর দ্বীপের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে আটক করে।
পরে আটক ট্রলারটিতে তল্লাশি চালিয়ে কাঠের ভেতর কৌশলে লুকানো বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবা গণনা করে দেখা যায় ৮ লাখ পিস। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪০ কোটি টাকা। গ্রেফতারদের ইয়াবাসহ টেকনাফ থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।-আমাদের সময়
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস