শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১০:২৭:০৮

সেইম ফর মিয়ানমার

সেইম ফর মিয়ানমার

নিউজ ডেস্ক: প্রহসনের চূড়ান্ত প্রদর্শনী চলছে যেন মিয়ানমারে। সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে আবার ত্রাণও দিচ্ছে! এক সপ্তাহ আগে রোহিঙ্গাদের জড়ো করা হয় মংডুতে। বলা হলো, তাদের ত্রাণ দেয়া হবে। এক বিস্ময়কর ব্যাপার, যাদের হত্যা খুন করে তাড়িয়ে দেয়া হচ্ছে তাদের আবার ত্রাণ দেয়া হবে।

এ ধরনের ত্রাণ কার্যক্রমে উপস্থিত থাকা নিগৃহীতরা এখন সীমানা পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন। তারা জানাচ্ছেন সেনাবাহিনীর সেই প্রতরাণামূলক কর্মকাণ্ডের ব্যাপারে। তারা জানান, ঘটনার দিন তাদের লাইনে দাঁড় করান হয়। একটি গেঞ্জি, তিন কেজি চাল ও আধা কেজি ডাল তাদের দেয়া হয়। ত্রাণবিতরণ কার্যক্রমের ছবি ধারণ করা হয়। ছবি ধারণ শেষ হলে প্রত্যেকের কাছ থেকে ত্রাণ আবার কেড়ে নেয়া হয়।

টাইম ম্যাগাজিনের কাভার পেজে এক ছবিতে দেখা যাচ্ছে নদী পাড়ি দিয়ে এক মুমূর্ষু বৃদ্ধাকে বাংলাদেশে টেনে নিয়ে আসছেন অন্য একজন। তিনি নিজেও একেবারে ক্লান্ত শ্রান্ত চলৎশক্তি প্রায় হারিয়ে ফেলেছেন। ওই বৃদ্ধাকে টেনে আনতে তার সর্বশেষ শক্তিটুকু ব্যবহার করছেন। দুইজনের দৃষ্টিতে সাহায্যের করুণ আকুতি। টাইম লিখেছে ‘সেইম ফর মিয়ানমার।’ মিয়ানমারের সামরিক বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে লজ্জার সেই সাধ্য নেই!
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে